গন্তব্যে পৌঁছে দেখি, পথটাই ভালো ছিলো,
এখনো আশা রাখি, ফিরে যাবো ওই পথে...
যেখানে একটু দূরত্ব রেখে তুমি আমি বসে আছি,
পথের ধারে কোনো অবাস্তব চেয়ারে, অগ্নিরথে।


অসম্ভব অসম অসীম ভালোবাসা নিয়ে
তোমার হরিণ চোখে, আমার স্বপ্নের মালা গেঁথে,
আমার মামুলি গাড়িটাই যেনো অপূর্ব স্বর্গ...
তোমার অপ্সরা চাহনি আমাকে রেখেছে বেধে।


আজ তুমিহীনা সেই গাড়িটাই নরকের মত ঠেকে
ঘুরে বেড়াই তোমার পরিত্যাক্ত বাড়ির উঠোনে...
জানি তুমি নেই ওখানে, তবু বসে থাকি কিছুক্ষন
নির্লজ্জ মিথ্যাচারে আত্মসম্মান তোমার পায়ে রেখে।


বললে তুমি... আমি থাকি কল্পলোকে, বাস্তব ভুলে,
মনে করি তুমিও ভালোবাসো আমাকে কল্পনাবিলাসে,
আমার শত্রুরা আজ আমাকে দেখে হাসে,
নারী কেলেঙ্কারি আর মাদকের দোষারোপে।


তবুও হাল ছাড়িনি, আর ছাড়বোও না...
প্রার্থনা করি তোমার মুখের দুর্লভ সুখ দেখে,
দূর থেকে যদি কখনো ডাকো আমায়,
সন্তুষ্ট দেবীর মত, সেই প্রিয়তম হাসি মেখে।।