বক্তব্য সুবিচারে, অরণ্য রোদনে,
ঢেকি স্বর্গে গেলেও ঈশ্বরের ধান ভাঙ্গে,
জীবনের প্রয়োজনে কিংবা অপ্রয়োজনেও,
নাপিত দেখা মাত্রই নখ বড় হয়ে যায়।
নখের আঁচড়ে নর্তকী সন্তান প্রসব করে,
আপন সন্তানও জন্মদাত্রীকে নাচিয়ে ব্যাঙ্গ করে,
দু পয়সা কামিয়ে নেয়....।
পৃথ্বীর রঙ্গমঞ্চে ভূমিকার হেরাফিরি,
নায়ক নায়িকা আর পার্শ্বচরিত্রের বিকট দৌড়ে,
আমি নিজেকে হারিয়ে ফেলি সহসাই,
আমার পাট আমি চুকিয়ে দিয়েছি অভিনয়ে,
ঈশ্বর বলো ছায়াছবি ক্যামন হয়েছে,
গেথেছে কি তোমার পাষাণ হৃদয়ে?