তৃতীয় বিশ্বের দেশে, ঘুরে ফিরি সড়কে,
হুমায়ুন আহমেদের বেশে, নন্দিত নরকে,
কন্ট্রাক্টচুয়াল ভালোবাসার ভিসা নিয়ে,
জেলের বাইরে আগাম জামিনে পার্শ্ববরতী দেশে,
ভাড়াটে বান্ধবী আর তাজমহলের সেলফিতে হেসে,
প্রথম বিশ্বে সেটেল্ড হবার স্বপ্ন দেখাই,
কন্ট্রাক্টচুয়াল ভালোবাসাকে,
প্রিপেইড আর পোস্টপেইড নারী ভাবে,
আগে যেয়ে নেই, পরে লাথি দেবো চাষাকে।।
ভীষন ভালোবাসি তোমাকে বলতে,
অবাস্তব অভিনয়ে পথ চলতে চলতে,
মিথ্যে করেই হোক একবার ভালোবাসো আমাকে,
পড়াবো লাল টিপ তোমায়... বলে চাঁদ মামাকে।।
লয়ালটি পয়েন্টের ঝাঁকে,
টিন্ডারে আর ইনস্টাগ্রাম এর বাঁকে,
সংঘবদ্ধ চক্রের আর্তনাদ ডাকে,
আমি ফের খুঁজে নেই... আমাকে,
সত্যি বলছি...
পড়াবো লাল টিপ তোমায়... বলে চাঁদ মামাকে।।