সত্যের অন্বেষণে,
নিজেকে চিনে নিয়েছি,
ঘোলা পানির মাছ শিকারি আজ নত,
নেশার ঘোর অন্ধকারে,
কার্টেল বসের ঠোঁটে মুখে ক্ষত।


নেশাতুর সুন্দরীদের শয্যাপাশে,
ঠায় দাড়িয়ে থাকা ইফ্রিতেরা যত,
দেহপসারিনীর দারোয়ান নিরত ঝড়ে,
মাদকের খোঁজে ভয়াল প্রার্থনায় রত।


আমি খুঁজে নেই আমার পাতালপুরীর পথ,
নরক থেকে নরকে বৃদ্ধ ইফ্রিত আমি....
জেনে নিও, আমিও যে তোমাদেরই মত!