ভালোবাসার কাটা ঘায়ে,
কান্নার নোনা জল ছিটাও তুমি?
শীতের আঙ্গিনায় ফাটা পায়ে,
হেঁটে দেখ তোমার বুকে বধ্যভূমি?
নেবে কি আমায় সেই ছোট্ট গাঁয়ে,
যেথায় জীবনযুদ্ধ শেষে ঘুমাও তুমি?


নেবে কি আমায়?
বলো... নেবে কি আমায়?


যেখানে দিন আর রাত সন্ধি করে,
গোধূলী বেলায় আর ভোর রাতে,
প্রিয়তম ঠোঁট আর হাত বন্দী করে...
আলিঙ্গনে, ক্ষমা চায় জোড় হাতে।


নেবে কি আমায়?
বলো... নেবে কি আমায়?


যেখানে বহুদূর হেঁটে আসো তুমি,
আমাকে একটু দেখবে বলে,
যেখানে বহু সুর ঘেঁটে গান বাঁধো তুমি,
দেখে মৃদু হাসি আমার ঠোঁটের কোলে।


নেবে কি আমায়?
বলো... নেবে কি আমায়?