খাঁচা ভেঙে বের হয়ে
আমি বনের পাখি হতে চেয়েছি,
বাঁচা মরা ভুলে গিয়ে স্বাধীন হবো বলে
বনে বনে বৃথা গান গেয়েছি,
বন সে তো নয় খাঁচা
শকুনের দল সেথা ঘুড়ে,
বনবেড়ালের থাবা, ঈগলের দল
পাখির মাংস খেতে উড়ে।
ক্লান্ত মুক্ত পাখি ঘুমোবো বলে রাতে,
যেই এক ডালে আমি বসে,
নারী রূপে কেউটে হয়ে যাতে,
মরণ ছোবলে ডানা গেছে খসে,
ফের যেই এক ডালে আমি বসে,
খাঁচা আমি ছেড়েছি কি দোষে?
মালিক অন্য পাখি খোঁজে এই রোষে?
নোংরা ছিল খাঁচা, বিক্রির জন্য,
নিয়েছিল গিয়ে কাঁটাবনে,
বন্দী পাখি আমি অকাতরে চেয়েছি,
দাম করেছে জনে জনে।।
স্বাধীনতা আজ আমার বড় ভারী লাগছে,
নিরাপদ লাগছেনা আর,
পবিত্র খাঁচা খুঁজি, ভালোবেসে নিয়ে যাবে,
পবিত্র খাঁচাতে আবার
নিরাপদে রব আমি, ভয় নেই বেড়ালের নখ
সাপেরাও দুর থেকে ফোস করে উঠলেও,
মৌ মালিকের ভয়ে, তাকায়না ক্ষুধার্ত চোখ
আমার মালিক মৌ, সেও পাখি মৌটুসী,
চায় আজ বনে বনে ঘুরতে,
জবাবদিহিতা ছেড়ে, স্বাধীনতা নিয়ে কেড়ে,
চায় শুধু নীল আকাশে উড়তে!
খাঁচা আমি ভাঙ্গা চোরা, দরজায় তালা নেই আর
উড়ে তুমি যাও মৌ, নীল আকাশ ঘুরে আসো
ফিরে এলে তুমিই আমার,
ফিরে যদি নাই আসো, ভালো যদিনা বাসো,
মৌ কখনোই ছিলেনা আমার