প্রেম সে তো বহু দূর,
অস্তাচলে ডুবে যাওয়া সূর্যের কাছে,
গাইবো না গান, লিখবো না কবিতা,
নির্লজ্জ শাখামৃগ ঝুলে অভিমানী গাছে,
প্রেম সে তো বহু সুর,
বহু কথা... স্বরলিপির বইয়ের ভাঁজে,
চাইবো না ঘ্রাণ, দেখবো না ভনিতা,
দূর্লভ্য মুখোশ খুলে, নরম বুকের খাঁজে,
হারানো সুর ফিরে এলে,
অনুশোচনার পাখা মেলে....
করজোড়ে ক্ষমা চেয়ে নিলে,
প্রায়শ্চিত্তের অন্ধকার জেলে,
মুখ থুবড়ে পড়া
আর্তনাদ খেলা করে।।