মানা না মানায় কিছুই যায় আসে না,
হাটি আর খুটে খুটে খাই,
রাজষিকেরাও আজ আবর্জনার
কিছুই ফেলে যায়না,
সুকান্তের লালঝুটি মোড়গ আমি,
এখনও বুঝতে চাই না,
বাড় বাড়ন্ত খাসি করা মোড়গ আমি,
রাজবাড়ির আবর্জনায়,
হাটি আর খুটে খুটে খাই,
একদিন দুপুরের খাবার টেবিলে উঠবো,
ফের আমার সাদা হাড় গুলোকেই
আমি আবর্জনায় খুজে পাব।
হাড়গুলো চেনা না চেনায় কিছুই যায় আসে না,
হাটি আর খুটে খুটে খাই,
আমার হাড় এখন রাজ কুকুরের শক্তি যোগায়,
কুকুরের মাড়ির দাতে ধুলিস্যাৎ আমার দেহ অবশেষ,
যদিও আর ভাগাড়ে ফিরে আসেনা তবুও আমি
হাটি আর খুটে খুটে খাই,
একদিন দুপুরে ঠিকই আবার আমি খাবার টেবিলে উঠবো।


সুকান্ত ভট্টাচার্য  এর একটি মোরগের কাহিনী কবিতা অবলম্বনে... ইপিলিওন লেখার চেষ্টা।