হঠাৎ দেখি কৃষ্ণচূড়ায়
গাইছে পাখি গান
সেই গানেতে গাই যে সদা
আল্লাহ তায়ালার শান ।
দোয়েল কোয়েল ময়না শ্যামা
কন্ঠে মধুর সুর
মোইয়াজ্জেনের আযান শুনে
কেমনে রহি দূর ?
ভোরের হাওয়ায় মিশে রয়
আল্লাহ তায়ালার নূর
ওহে মুসলিম জাগো সবে
সামনে আচিনপুর ।
হঠাৎ দেখি কৃষ্ণচূড়ায়
গাইছে পাখি গান
সেই গানেতে গাই যে সদা
আল্লাহ তায়ালার শান ।
দোয়েল কোয়েল ময়না শ্যামা
কন্ঠে মধুর সুর
মোইয়াজ্জেনের আযান শুনে
কেমনে রহি দূর ?
ভোরের হাওয়ায় মিশে রয়
আল্লাহ তায়ালার নূর
ওহে মুসলিম জাগো সবে
সামনে আচিনপুর ।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
চোখ বুঝিলে দুনিয়া আঁধার.........ভাল অনুভব ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.