এমন করে চুপসে কত
মার খাবে বল মার
বিনা দোষে জেলের পেটে
কাঁদবে কত আর ?
.
দাঁড়াও সবে মুষ্টি হাতে
ভাঙ্গবো কারাগার
জেল জুলুমে লাথি মেরে
খুলবো সুখের দ্বার  ।
.
চেতনাতে বয়ছে মোদের
বায়ান্ন আর একাত্তর
বিট্রিশ পাক তাড়িয়েছি
স্বাধীনতা নয়তো দূর  ।
.
কোন হায়েনা করবে গুলি
রণাঙ্গনে আয়
মুক্তিকামী আছি খাঁড়া
ভয় তো মোদের নাই ।
.
কত মায়ের বুকে তোরা
জ্বালিয়েছিস অনল
প্রসব ব্যাথায় কাতর বোনে
রাজপথে যে রক্তের ঢল ।
.
ঐ সব দ্যাখে হৃদপিন্ডটা
জ্বলেই হল অঙ্গার
ভয় করিনা জালিম তোদের
লড়াই হবে এবার  !
.
রচনা- ০৩-০৩-২০১৮ ইং
গোকর্ণ ঘাট- ব্রাহ্মণবাড়িয়া ।