.
কত দিন পৃথিবীর কান্না দেখিনা
মানুষ গুলোই কাঁদছে  
কতদিন মানুষের হাসি দেখি না
দানব গুলোই হাসছে  !
.
ভেবে ছিলুম  এবার মানুষেই ফিরব
খুঁজে দেখি মানুষের বড়ই আকাল
আঁধারের বুক ছিড়ে  হেঁটেই  চলছি
আজও খুঁজে পাইনি একটি সকাল!
.
মানুষের ভেতর জুড়ে পশুর লালন
মনুষ্যত্বের দেহে  মৌনতার চাদর
ভয়ানক  উষ্ণতায় পুড়ছে পৃথিবী
ভুলে গেছি  স্নেহ মায়া আদর !
.
মানবতার লাশে ধরেছে পচন
কেহ নেই নি তার খবর
মানুষ গুলো সেই  মরছে কবেই
আদৌ বাকি রয়েছে কবর !
.
রচনা -- ৩১\০৭\২০১৮ ইং মঙ্গলবার  
গোকর্ণ ঘাট - ব্রাহ্মণবাড়িয়া
মেইলঃ  pushpabd1983@Gmail.com