আজকের পৃথিবী আমার নয়
ভূবন জুড়ে দেখ দানবীয় ভয়
মানুষের পৃথিবী ছুটছে আজি
রক্তাক্ত রণ প্রান্তর খুঁজি খুঁজি !


মানুষের খুঁজে দেহটা আমার
ছুঁটে এলো এই পৃথিবীর দ্বার
চারিদিকে রক্তাক্ত চিৎকার শুনে
তব মানুষ হবার স্বাদ যাই বুনে।


কতদিন মানুষ দেখি-নি এই ধরায়
যদি ও মানুষের দেহে করছি ভরাই
মানুষের দেহে দেহে আজ অসুর পুষে
ধর্মের জাতে রক্ত নেয় হিসেব কুষে ।


মানুষ নামের শ্রেষ্টত্বের তিলক পড়ে
মানুষের রক্ত চুষি আমি কেমন করে?
মানুষ হতে আদৌ মানুষের ভূবন চাই
হে মানুষ এমন ভূবন কোথায় পাই ?

রচনা- ১৮ অক্টোবর ২০২১ ইং