চারদিকে মৃত্যুর মিছিল
কখন যেন থেমে যায় জীবনের রথ  
প্রকৃতি পুড়ে হয় ছারখার
বিলীন অসহায় মানবতার গতিপথ ।
.
মানুষের ছদ্ধবেশে আজ
ধরা ময় রক্ত চোষা হায়েনার রণ সাজ
মৃত্যু আজ বড্ড বেপরোয়া
মানুষ খেকো মানুষ খুইয়েছে সব লাজ।
.
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই
মানুষের কাছেই মানুষ
আজরাইলের শংকা হেরেছে কবেই
তব ফিরছে না মানুষের হুস।  
.
মৃত্যু দূতের ভয় হয়েছে ক্ষয়
দৈণ্য দৈত্য দানবে
জীবন শঙ্কায় শঙ্কিত মানুষ
ছদ্ধ বেশক মানবে !!
.
রচনা -১২ই মার্চ ২০২১ ইং
গোকর্ণ ঘাট - ব্রাহ্মণবাড়িয়া ।