একদিন নয়
এক ঘন্টা নয়
এক মিনিট ও নয় ।


দশ সেকেন্ড !
আমি ছিলুম দুঃসাহসিক  ।
.
যে দিন তোমায় চেয়ে ছিলাম,
আমার  তরে , কিংবা তোমার হতে  আমি  ।
.
তুমি মৃদু হেঁসে বলে ছিলে
এই সম্পর্ক কি হয়  ?
.
সেই থেকে সাহসিকতার সাথে
আমার যে  দূরত্ব সৃষ্টি হয়
তা আদৌ ফিরে পাওয়া হয়নি ।
.
যেমন তোমাকে ও ।
.
আজ তোমার আমার মাঝে বৈবাহিক প্রাচীর...
চারটি মনের বাস সেথায় ....
যেখানে কিছু কচি মুখের  কোমল হাঁসি
তোমাকে ভুলিয়ে দেয়  আমার  থেকে !
.
কিন্তু !
দশ সেকেন্ডের দুঃসাহসিকতায় অর্জিত হাঁসি
আদৌ ধুয়ে রাখি অব্যক্ত অশ্রু জলে ............ ।
.
রচনা – ২৯ শ্রাবন ১৪২৩ বাংলা
১৯ আগষ্ট ২০১৬ ইং  - শনিবার ।
- গোকর্ণ ঘাট – ব্রাহ্মনবাড়িয়া ।