- তোমার হাতে ঝাণ্ডা যবে
দূর করিতে স্বৈরাচার
ভয়েই যদি কাঁপে বুক
দূর করবে কে  অনাচার ?


দেশটা তো ভাই মায়ের মত
ভালবাসো ঐ তাহারে
দেশের তরে দশের তরে
জীবন দে ভাই উজার করে ।


এতই যদি ভয় তোর বুকে
মা কি মোদের মুক্ত হবে ?
মায়ের তরে রক্ত দিতে
জাগতে হবে আজি সবে।


গণতন্ত্রের শ্লোগানে তোর
আগুনের ফুলকি ঝরতে হবে
আগ্নি মশাল আকাশ পানে
উচিয়ে আজ ধরতেই হবে ।


তোর দ্রোহেতে উষ্ণ হবে
গায়ের মেঠো পথটি ও যে
রাজপথে আজ ঢালতেই হবে
শেষ বিন্দু ঐ রক্ত ও যে ।


রচনা- ১ লা জুলাই ২০২১ ইং
বৃহস্পতিবার ।