বিষ্ময়কর এক জন্মলগন মানবেতর ঠাঁই
মাহাড়ম্বরে স্মরিছে বিশ্ব ভক্তগণ সবাই।
তুহীন মরুর নিকষ রাত্রি উদ্ভাসিত করি
ধ্রুবজ্যোতির স্নিগ্ধ আলোক পড়িছে ঝরি ঝরি।
উল্লসিত এক সুমধুর তানে তন্ময় ধরনীতল
নিঝুম নিশীথে ঘুম ভেঙে চকিতে অভিভূত রাখালদল!
তিমির গগনে ঝলে ঝলমল উজ্জ্বল পুচ্ছ তারা
নির্জন প্রান্তর সঙ্গীত মুখর ধ্বনিছে সুর ধারা।


রাখালেরা ছুটে দূর হতে দূরে, তারার নিশানায়
জীর্ণ বাথানে অবশেষে তারা মানবের সন্ধান পায়।
নবজাতক এক, হাসিছে তথা জাবপাত্রে শুয়ে
চারিপাশে তার স্বর্গদূতে প্রনাম করিছে নুয়ে।


স্মরিছে রাখাল প্রবক্তার বাণী হেরোদের কোপানল,
এই সেই জাতক- রাজার রাজা, কুমারীর গর্ভফল!
দারুন হীমে নতশিরে করপুটে কম্পিত জানুপাতে
শিশু যীশুর চরণ চুমে, রাখালেরা গোশালাতে।


ঊর্ধ্বলোকে দূতেরা গায়, " মহানন্দ আজি
আইস সবে বিশ্বাসীগণ আমরা তাঁহাকে পুজি "।
আজি মুক্তিদাতা যীশুখৃষ্ট আনিলেন সংবাদ,
জগত মাঝে মানুষে মানুষে " নাহি ভেদাভেদ বিবাদ "।
ভালোবাসিতে দীনহীনে পতিতজনে প্রতিবেশীরে,
মহান প্রেমের এক চিত্র যীশু, মেরীর কোলে গোয়াল ঘরে।


আজি বড়দিন, আজি মহাখুশির দিন তাই-
খ্রীষ্ট ভক্ত সকলে আনন্দে যীশুর বন্দনা গায়।