ঐ এলো বরষা ঝর ঝর বারি ধারা
টাপুরটুপুর শব্দে ছল ছল আকুল করা।
আজি শ্রবনে মনে পুরাতনকে টেনে আনে,
মুছে যাওয়া দিনের ছবির সন্ধানে,
কত না বলা বাণী সুর হয়ে গানে
কন্ঠে ফুটে উঠে কান্না হাসির প্লাবনে,
এই বাদল বেলা নিরালা প্রাণের গহনে,
জানি না মন মাতে কেন এমনে।
দৈব্যের অপার করুণা ব্যাথিতের ক্ষতে
ঢেলে দেয় শীতল বৃষ্টির জল অলখ্ হতে,
অদ্ভুত অনুভবে অনুভূতি জাগে যেন
তুমি আছ আমি আছি কাছে সুন্দর স্বপন।


কী মায়াময় রাত্রি রচিল বরষা হরষে,
নব তাল রুপকে সুমধুর রাগিনী পরশে!
বিরহের সঙ্গীত এনেছে ডেকে ডেকে
জল ঝর জলসাতে হারানো প্রিয়কে।


"এমন বাদল দিনে" তাইতো মহাকবি,
কানে কানে সকল কথা বলেছেন সবি
যে কথা কোনদিন হয়নি বলা অবসরে প্রিয়রে
বরষা আসরে মনের বাসরে চুপে চুপে বলা যায় যারে।