আমাদের মাতৃভূমি বাংলাদেশ মুক্তিযুদ্ধে জয়ী হলো
১৯৭১ সনে ১৬ই ডিসেম্বর স্বাধীনতার পতাকা উড়ালো।
কেউ কি ভেবেছিল আগে, নিরীহ নিরস্ত্র বাঙালী
পাকবাহিনী কাবু করবে আপন প্রাণের মায়া ভুলি!


অকুতোভয় আমাদের সর্বশ্রেণীর ভাইগণ সেদিন
এক ডাকে একজন বিচক্ষণ নেতার, নেমেছিল রণাঙ্গন।
দেশদরদী নেতার কথায় সবাই বুঝেছে আপন অধিকার-
পরদেশী পরভাষী শাসকের অধীনে রবেনা আর।


স্বাধীনতার দাবি ছিনিয়ে আনতে হলে অবশ্যই-
লড়তে হবে দুঃসাহসে বিরোধীদের সঙ্গেই।
১৯৭১ সনের ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ভাষণে তার স্বাধীনতার তরে যুদ্ধ করে আহ্বান।


ঘটনা অন্য রকম হতে পারতো হয়তো সেদিন
কিন্তু, প্রিয় নেতার কথা যেন "বেদবাক্য সমান"।
জাগলো বাঙালী মুক্তির চেতনায় শুরু হলো সমর-
পাকিস্তানি সৈন্যবাহিনীর সঙ্গে বাঙালী জাতির।


আজ ১৬ই ডিসেম্বর জাতির সাফল্য বিজয় দিবসে
যুদ্ধের করুণ কাহিনী যত থাকুক নিভৃতে মিশে।
এদিনে মোরা গাবো আনন্দে বিজয়েরই গান,
বিজয়ের গৌরব-পতাকা করে উড্ডীয়মান।