হে করুনাময় জীবন দাতা তোমার এ সুন্দর ভুবনে
সৃজিলে তুমি মোরে সর্বোত্তম করে নশ্বর জীবনে,
তোমার প্রেম সুধা ঢেলে প্রেমময় করে হৃদয় মন
তোমার আলোকের অনুভব-অনুভূতি চেতনা করে দান।।


সৃষ্টির মহা উল্লাসে সমৃদ্ধ করে এই মহীতল
দিয়েছ মোরে পালিত করিবারে তোমার,"সখের পুতুল"।।
এথায় আমি আপন খেয়ালে করি বিচরণ ভ্রমণ,
তোমার রচনার বিমুগ্ধ শোভা হেরিয়া জুড়াই দু নয়ন।।


যত দেখি ততই বাড়ে তিয়াসে ভূবন মোহ আকর্ষণ
ওগো অনুপম কারিগর বিষ্ময় নিগুঢ় তব "সৃষ্টি নির্মান"
মানুষ সীমিত দৃষ্টি জ্ঞানে অতি সামান্যই বুঝি তোমায়,
নয়নের বাহিরে অন্ধকারে অসীম ভূমারে তুমি রহস্যময় অতিশয়।।


ওহে প্রাণেশ্বর বিচিত্র কীর্তির অদ্ভুত খেয়ালে
ক্ষুদ্র মানুষকে তুমি ভালোবেসে দুটি জীবনের অধিকার দিলে
ইহ জীবনে দিলে দেহ প্রেম সান্নিধ্য গেহ, পরকালে বিদেহীরে নিবে চির আবাসে।
তাই তো প্রভু, সদাই তোমার প্রশংসা গীত গাহি ভক্তির উচ্ছাসে।।


হে প্রেমময় প্রভু কর শক্তিদান তোমা হতে কভু যেন না রহি দূরে,
দুঃখ শোক সুখে আনন্দে তোমায় রাখি যেন নিরন্তর অন্তরে।
যদিও নয়নে হেরিনা তোমায় আছ তুমি জ্যোতির্ময় সত্য বিদ্যমান,
হে মহীয়ান আদি অন্তে অনন্তের একমাত্র পূজ্য তুমিই সৃষ্টির উদয়ন।।