হাতে নাই মোর পাড়ির কড়ি
বসে আছি ঘাটের কিনারে,
জানি না সন্তরণ, সঠিক করি
কেমনে যাবো ও পারে?


হাকছে মাঝি-যাবে নাকি?
বেলা বয়ে যায়,
পূবাল হাওয়া বইছে থাকি থাকি
পাল তুলিছে নায়।


কতজনে বোঝা বয়ে উঠল নায়েতে
আমি একেলা দাঁড়িয়ে ঘাটে,
দ্বিধায় মরি শূন্য হাতে-
আঁধার ঘনায় তটে-কেহ নাই নিকটে।