আজি এই আষাঢ়েে ঝর ঝর বারি ধারায়
কেহ করলো না আনন্দ স্নান
গাইল না "মেঘ মল্লারে" সঙ্গীত গান,
ছল ছল কল কল রবে বাদল জল
প্রাঙ্গনে পড়ে যেতেছে গড়িয়ে কেবল,
কেহ তারে লয়ে মাতলোনা "বৃষ্টি খেলায়"।


ঘরের মাঝে নবীন কিশোর সবে
"বরষ" উৎসবে কোন,এবার উল্লসিত মনে
কারে ও করলোনা বরণ স্বাগত আয়োজনেে।
কালের স্রোতে তারা একে একে এসে,
আপন খেলা শেষে মিশে গেছে শেষে।
অসহায় মানুষ পরশ শুধু পেয়েছে অনুভবে।


"আজি বাদল দিনের প্রথম কদম ফুল" প্রিয়র হাতে
দেয়া হলোনা প্রেমানুরাগে কোন মতে,
তাই প্রাণের মাঝে ঘনায় "নব ঘন সম" অভিমান
এমন দিনে মোবাইল ফোনে যুগল জুড়ায় প্রাণ।
দুই ধারে দুই জনে কথা হয় কানে কানে,
এই পাওয়া আজিকের দিনে পরম শান্তি আনে।


যত দূরে যেখানেই থাকে নিকট প্রিয়জনে
এ যুগে সবে বড় কাছাকাছি দূরালাপন যন্ত্রেের অবদানে।
ঘরে বসে জগতটাকে হাতের মুঠোয় ধরে
দেখছে মানুষ ইচ্ছে করলেই যখন তখন যারে।
তবু্ও মানুষ বড়ই অসহায় - জীবন রক্ষা ক্ষেত্রে
নানা জটিল রোগ ব্যাধির নিষ্ঠুর সংঘাতে।