আজিকে জীবনের অখন্ড অবসর বেলায়
বসে থাকি একাকী স্মৃতির বেদনা তলায়,
এখন আমার কন্ঠে সুর নাহি আর গান গাহিবার
সঙ্গীতের সুন্দর বাণীগুলি তাই হারাই বারবার।
স্মরণের তন্দ্রালসায় খুঁজি হায় আগের মত তারে
জীবনের কুঞ্জে ফুলেল কুসুম লতা উড়ে গেছে ঝড়ে।
সবই গেছে হারিয়ে দিনে দিনে চেতনা তবু আছে জেগে,
জেনেও মানে না অবুঝ মন তবুও অতীতকে মাগে।
আপন দুঃখ সুখ শোকে আশার কুহেলি পিছে
ধেয়ে চলে অহর্নিশি স্থান কাল ভুলি মিছে মিছে।
মানুষের চেতনা জীবনের চাবিকাঠি কেবল জীবন সুখ চায়,
কভু ভাবেনা মহাকালের যাত্রা পথ মুছে যায়।


আঁধারে অন্তহীন স্রোতে যেতে যেতে নব অন্ধকারে
ভাসিয়ে নিয়ে যায় ব্রহ্মান্ডখানি পলে পলে স্ফীত কলেবরে,
এই নিখিল ক্ষুদ্রতম বালিকণা-প্রবাহে তথা
স্বপ্নের অলৌকিক রুপ আমরণ মানুষের ভাবনা অযথা।
নানা কথার নান ভাবনা কেন জানি আসে নিভৃত মনে
নানা কল্পনাতে বাঁচিয়ে রাখে প্রাণ বুঝি প্রতিদিনে।
সমাধান কোথাও নাহি, শুধু আপনাকে ভুলিয়ে রাখা
এ জীবন এ ভূবন সব সমাপ্তির নবরুপ রেখা।