প্রেম,
মনে কর জন্মান্তর পরে
দু' জনাতে দেখা হলো ভব নদী তীরে।
তুমি সেথা নদী ঘাটে ভিড়িয়ে তব তরী,
কার বা পথ চেয়ে আছ সারাবেলা ধরি।


পাড়ের আশায় কতজনে ডাকলো তোমায় "নেয়ে-
গহীন গাঙ পার করে দাও তুলে তোমার নায়ে।"
কেউ বা সাধে পাড়ের কড়ি, কেউ করে মিনতী,
নোঙ্গর তবু তোল নাকো নেই যে বাওয়ার মতি।
সেধে সেধে ফিরে ফিরে যায় তাহারা চলে,
দিনের চেষে অস্তাচলে সূর্য পড়ে ঢলে।


কূলে বেঁধে সোনার তরী তুমি বসে ছিলে
আমি এলেম প্রাতঃস্নানে সেই নদীরই জলে।
তুমি বাজালে মোহন বাঁশি মন কাড়া সুর তুলে,
পৈঠায় বসি যাই বিসরি- গাগরী ভেসে চলে।


আঁখিতে আঁখিতে চকিতে হলে চোখাচোখি
চির ঈপ্সিত জন চিনে নেয় মন, পরস্পরে দেখি।
নিয়তি লীলা আপন খেয়ালীতে তার-
নব আনন্দে একই খেলা খেলে বার বার।


তুমি মহাখুশিতে বরে' নিলে মোরে সোনার নায়,
আকাশে বাতাসে মিলন সুর উল্লাসে বয়ে যায়।
ভরা জোয়ারে বাদাম তুলে ভাসিয়ে দিয়ে তরী-
যাত্রা শুরু হলো পূনঃ দূর অজানার পথ ধরি।


কেউ জানিনা আমরা কারা,  মোদের পরিচয়
আমরা ভাগ্য, জন্মান্তর জুটি, অন্য কিছুই নয়।
এমনি যেন জনম জন্মান্তর পরে দেখা হবে প্রিয়,
এমনি করে তুমি চিনে নেবে মোরে, তোমায় চিনবো আমিও।