আজি হে প্রিয়, বিষন্ন হইওনা ধৈর্য্য ধর
প্রাণের উচ্ছলতায় আমি না যদি শুনাই গান,
তুমি বুঝে নিও তোমারি তরে কাঁদিছে মোর প্রাণ।
বহু বেদনার মাঝে চাপা পড়ে আছে সঙ্গীত সুর
অপেক্ষার পথ চেয়ে শুভ সুদিনের আগামীর।


শত দুঃখের মাঝেও তুমিই আমার আনন্দ ভাবনা
যদি থাকি এই মরণ মিছিলে বেঁচে "সুনয়না"।
আবার দেখা হবে মোদের আগের ঠিকানায়
পেড়িয়ে আসবো আমি ভয়াল সাগর তরঙ্গময়;
তুমি ভাল থেকো ততদিনে ব্যাধিগ্রস্থ এ ধরায়।


আর তারপর বহুকাল যদি না পাও খবর
নিশ্চয়ই জেনো, আমি আর নেই পৃথিবীতে।
চলে গেছি পরপারে,তুমি কিন্তু থেকো আনন্দেতে
যদি ভালবেসে থাক মোরে? অনুরোধ আমার
নব চেতনায় দীর্ঘজীবনে এই ভূবনে থেকো " সুন্দর"।