আমার চোখে আমার মা বিশ্ব সুন্দরী
তার সনে হয়না তুলনা কোন মানুষেরই।
সেই অনন্যা আমার জন্মদায়িনী মাতা,
বুকভরা তার ভালোবাসা অনাবিল স্নেহ মমতা।
পল্লী বধু সেই মেয়েটির কোমরে আঁচল গোঁজা,
যখন তখন সেথায় জড়িয়ে কায়া আমার যত মজা!


মায়ের বুকে মুখ রেখে সুবাস নিই সুখে খুশিতে,
এত ভালো লাগার  আর কিছু নেই বুঝি এ পৃথিবীতে।
সবার আগে মা আমার সর্বোত্তম হিতৈষিনী,
মায়ের ভালোবাসার মতো নিঃস্বার্থ প্রেম হয়না কভু জানি।
মায়ের কাছে দিতে হয়না কৈফিয়ত কোনো-কত ভালোবাসি?
সুখে দুঃখে সকল অবস্থায় মায়ের মুখেই থাকে কেবল হাসি।


প্রতিদানের আশা নেই মায়ের মনে কখনো নিজের তরে,
মা সর্বদা আমায় ভালোবাসে আমিও ভালোবাসি একাত্ম-একাধারে।