হে জীবন নাথ কে তুমি, আজো বুঝি না তো
দেখিনি কভু ডাকিনা তোমায় তবু তুমি আছ সাথে।
মনের মাঝে কত কথা কয়ে যাও নিশিদিন,
একেলা ঘরে রহি দূঃখে নিমগন দাও যেন দরশন্।
কায়াহীন কী মায়ার আকর্ষণে টেনে আন মন-
আমায় লয়ে তোমার খেলা শান্তির পরশন!


যখন ভাবি-এই ভূবন ফাঁকি-জীবন বড় কঠিন,
কার কন্ঠস্বর শুনি প্রাণে "ভয় করিছ কেন?
আমার ইচ্ছায় আছি আমি তোমাতেই মিশে,
নইলে কেমনে প্রকাশিব 'সৃষ্টি' কী উদ্দ্যেশে! "
এমনি করেই হে জীবন স্বামী- তুমি আছ সবার সনে,
আশার প্রদীপ জ্বেলে সদাই নিরাশ আধার প্রাণে।