হে পরমেশ্বর আমাদের প্রার্থনা শোন
ডাকি তোমায় করুণ আর্তনাদে,
এই পৃথিবী আজি ব্যাধিগ্রস্থ বিপন্ম
মহামারিতে বিপদ মানুষের পদে পদে,
নাহি কোনো প্রতিকার
তুমিই পারো শুধু জাতিকে উদ্ধার করিবার।


যুগে যুগে তেমনি অতন্দ্র প্রহরায়
তোমার শ্রেষ্ঠ সৃষ্ট মানুষকে রেখেছ নিরাপদে
জগত জীবনে পালন করেছ আলোতে ছায়ায়,
বিচরন করেছ পাহাড় চূড়ায় কভু ফেলনি খাদে।
মানুষ জাতি তোমার মেষপাল যেন
অতি আদর যতনে কর তুমি পালন!


একটি মেষশাবক হারালে
অধির হয়ে তুমি খোঁজো তারে খোয়াড় ফেলে,
এই যে এখন "করোনায়" হারায় কত প্রাণ
ওগো ত্রান কর্তা, এখন কী তুমি শুনিবে না আমাদের আহ্বান?


বজ্রকন্ঠে ডাকি নানা সুর বানী ধ্বনিতে
সাড়া দাও অগতির গতি তুমি দুঃখ রাতে।


জানি তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করনা
সকল মানবের প্রতি তোমার অপার করুনা
আমাদের পাপ তাপ কর মার্জনা,
ভক্তি বিশ্বাসে তোমার করুনা
মাগিলে পুড়াও সকল বাসনা।