হে,স্বাধীনতা-তুমি আমাদের বাংলাদেশের অভ্যুত্থান-
তুমি আামাদের বাঙালী জাতির মানবাধিকার সম্মান!
বহুদিনের নিরাশার আঁধারে তুমি আমাদের জীবনের আলো-
আজিকে আমরা দুই চোখে সমগ্র জগত দেখছি উজ্জ্বল।
তোমার আগমনে অজ্ঞ-অন্ধ-দুর্বল-দারিদ্র অভিশাপ মোচন করি-
স্বদেশে স্বাধিকারে চিনেছি আপনারে নতুন করে গড়ি।


এই বাংলাদেশ মাতৃভূমি আমাদের, একদিন শ্রেষ্ঠ সারিতে-
আপন প্রচেষ্টার ক্ষুদ্র বৃহৎ কর্মে আনবো মোরা বিশ্ব সভাতে।
হে স্বাধীনতা - আজিকে তোমার ৫০তম প্রাপ্তির লগনে-
দুঃখ শোকের-করুণ-কথা গোপন থাকুক মনে।
এই স্মরণ সভায়-শুধুই প্রার্থনায় স্মরণ করি সেই শহীদগণে,
যারা সেদিন দুর্গম পথে প্রাণ হারালেন তোমার অন্বেষণে।


তুমি তো রাক্ষসপুরীর-হাজার দুয়ারীর কঠিন কুঠরীতে-
ছিলে আমাদের দেশের সার্বভৌম প্রাণ ভ্রমরা-দুশমনের পাহারাতে।
তাইতো আমাদের জাতির পিতা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
১৯৭১ সনের ৭ই মার্চ-বজ্রকন্ঠে-জাতিকে করলেন আহ্বান-
"জয় বাংলা" স্বাধীন বাংলাদেশ,ধ্বনিতে জড়ো হলো জাতির জোয়ান,
স্বাধীনতার-মুক্তিযুদ্ধের-জারি হলো ফরমান।


ওগো স্বাধীনতা,তুমি যেদিন এলে-নতুন নিশান তুলে-
শত সহস্র-লক্ষ ভায়ের রক্তের জোয়ারে ভেসে দিগন্তের কূলে,
তখন আমরা দাঁড়ালাম নত শিরে-নিরবে নয়ন জলে,
দুঃখ শোকের-অব্যক্ত বেদনাতে বরণের ডালা ভরে ফুলে ফুলে।


অবশেষ কথা,স্বাধীনতা,তুমি প্রিয় হতেও প্রিয়,
তোমা' বিহনে মানবজীবন নির্রথক শুধু,হেয়।
তুমি আছ বলেই এদেশে আজিকে আমরা পূর্ণ মানুষ যেন-
নিজের ভাষায় কথা বলি দেশকে ভালোবেসে হই ধন্য।
স্বাধীনতা,তোমার তুলনা হয়না কোন ধন-রতন-জনে,    
তোমায় যায়না পাওয়া-কোনোই দামে-মুক্তিযুদ্ধ বিনে!