মন ভোলানো বুলি বোলে বেদনা উপশমে
কত দেবো মোরে সান্ত্বনা মিছে এ ধামে?
আমিতো জানি আমার আনন্দমেলা হয়েছে শেষ
এই অবসাদে আছি বিষাদে চাহিনা উপদেশ।


স্থির হয়ে যাবে প্রবল ভাঙ্গন তরঙ্গ একদিন
তীরে তবু থাকবে পরে আজিকের কিছু চিন্,
তখনও আমি যদি থাকি ভবে এমনই করে হায়
অন্তরে অন্তরে কেঁদে যাবো অশ্রু ছাড়াই।


প্রাণ মন সব বিবশ, যখন তখন মূক ভাষা
আলোড়ন তোলে গভীরে গোপনে কেবলই দুরাশা,
তবুও কর্ণ কুহরে শান্তির বাণী শোনায় ভালোবেসে
আপন পর বন্ধু সহচর নিকট দুঃখ দিনে এসে।


মানবতার এ পরিচয় মানুষ দিয়ে যায় মানুষকে
এখানেই মানুষ এক হয়ে মিশে অমিয় এক সুখে।
পরিচয় হয় দুঃখের দিনেই দুঃখীর পাশে পাশে,
মানুষ যবে দাঁড়ায় মানুষের কাছে, স্রষ্টা উল্লাসে হাসে।


সান্ত্বনা শুধু শোক-কষ্ট-বেদনা ভোলান যদিও
তবু তার প্রয়োজন বহু মূল্যবান কেহ না চাইলেও,
শান্তির জন্য সান্ত্বনা দেয় মানুষ মানুষকেই তাই
আমি যখন পেয়েছি সান্ত্বনা শোকে সেদিন তা বুঝিনাই।