আমাদের-
বনিক পাড়ায় শারদীয়া দূর্গা পূজার ধুম
হিন্দু সম্প্রদায় আনন্দে মাতোয়ারা চোখে নেই ঘুম।
কাক ভোরে উঠে ব্যস্ত বৌ-ঝিয়েরা নিকোয় দেয়াল প্রাঙ্গন,
ধোয়া মোছা দাওয়া মেরামত, আলপনা করে অঙ্কন।
হেসে ওঠে ঘর বাড়ি নতুন সাজে জল ছবির মত
শাপলা পদ্মের খবর আনে অনিল সুরভিত।


পূজা মন্ডপে "চালিতে" প্রতিমা গড়েন কারিগর,
এ পাড়া ও পাড়ার ছোট বড়রা দেখে দিনভর।
গাছি পাড়ে ঝুনা নারিকেল, নাড়ুর আয়োজন,
মিন্তি বয়ে আনে বাজার থেকে ঝোলা গুড়ের টিন।
নায়রী আসে বাড়ি বাড়ি একটি বছর পরে
পাড়ায় পাড়ায় কল-কোলাহল, সখীরা আনন্দ করে।


এথায় সাম্প্রদায়িকতার নাহি রেষারেষি
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে, থাকি পাশাপাশি।
বাংলাদেশ মোদের জন্মভূমি আদর্শ এক মাতা,
তারে ভালোবেসে আমরা শুধু বুঝি তাই "জাতীয়তা"!


যে যার ধর্ম আপন স্বাধীনতায় পালন করে
এ দেশে নেই বিদ্বেষ কোন সবে নিমন্ত্রিত সবার ঘরে।
এই শরৎকালের পূজা পার্বণ প্রকৃতি মনে তাই,
জাতি ধর্ম ভুলে সকলে প্রাণে মিলে যাই।