তুমি তো মা চিত্ত সুখে আসো মর্তলোকে,
আমার ঘরের দুর্গা থাকে দুঃখ পুষে বুকে।
চারদিনের এই পরিক্রমায় লক্ষ কোটি ঝরে,
মর্তলোকের কত দুর্গা  উপোষ করে মরে।
শান্তিবার্তা নেয় না কানে মর্তের অসুরগণে,
তুমি তো মা  যাবে  চলে   ভঙ্গ  দিয়ে  রণে।
আমার দুর্গা রাতদুপুরে একলা থাকে ঘরে,
কখন জানি  নরপিশাচ   টুঁটি  চেপে  ধরে।
দুষ্ট লোকের করতে দমন   মর্তে  আগমন,
তবে কেন  বেঁচে  আছে  কলির দানবগণ।
রোষানলে  ভস্ম করো    মর্তেরই  দানব,
ওদের ভয়ে আমার দুর্গার ত্রাহি ত্রাহি রব।
বড়  কষ্টে  আছে  মাগো  মর্তে  দুর্গা  যত,
দানবতন্ত্রে সুখি নয় কেউ দুঃখ অবিরত।
তুমি তো  মা  অন্তর্যামী  দুঃখ  বিনাশিনী,
শুম্ভ   বিনাশিনী  মাগো   নিশুম্ব  নাশিনী ...!!