দিদি,
আজ একটা গল্প বলবি,
বলনা দিদি যে গল্পে আছে ভালবাসা,বন্ধুত্ব,আর আকড়ে রাখা বন্ধন।
কিরে দিদি,বলবি না একটা গল্প❤


-এতো বায়না কেনো করিস
এতই বা জ্বালাস কেনো রে তুই
এটাই শেষ গল্প, আর শুনবো কোন আবদার
একেবারে লক্ষীছাড়া বাদড়
-তবে বলো দিদি, শুনি


দেড় যুগ আগে তাদের দেখা
খুনসুটিতে ভালবাসা
কপাল কুচড়ে, মুখ থেকে অকারণে থুতু ফেলা।


একজন ছিল চুপচাপ, শান্ত ভাবে থাকে
গম্ভীর হয়ে বসে থাকা তারই যেনো সাজে।


আর অন্য জন,
হাহা!
সে যে পুরো উল্টো,
খুব চঞ্চল্, বড্ড বেশিই বাউন্ডুলে


-দিদি, এই গল্পটা আমি জানি রে।
- বড্ড বেশি বকিস, চুপ করে শুন না গল্পটা।


মিল ছিল না তাদের
দুই মেরুর মানুষ কি করে হবে এক
চুপচাপ থাকাটাই ছিল যেনো তার অনিঃশেষ।


জানিস,একবার কি হল?
বড় দিদিকে তুই বলাতে ছোট দিদি আচ্ছা মত বকা খেলো।
এভাবেই তাদের মাঝে দূরত্ব খালি বাড়ে
প্রকৃতি ভাবে তারা কবে
হাতে হাত রাখে গল্পের জুড়ি নিয়ে বসবে।


চুপচাপ ঘুমচোখে স্কুল পেড়িয়ে
রেগে রেগে মরে ছোট দিদির যে গাল ফুলে
সে কথাই বা কে জানে।
একসাথে খাওয়া, খেলাধুলা করা
সোওয়া আর ঘুম
তবু তাদের মাঝে থাকতো না কেনো মনের কোন মিল


এভাবেই কাটলো দিন, কাটিয়ে রাত
গেলো বছর পাঁচেক।
একি হলো তাদের মাঝে
অভিযোগ কই,আর অনুরাগ কোথায় গেলো
কাছের আসার গল্প
প্রকৃতি হলো যে শান্ত
ভালবাসা এলো যে বেশ
চোখে চোখে হারায়, ভালাবাসা বাড়ায়
একি হলো সর্বশেষ।


হেসে হেসে হয় কুটি
মজার সব স্মৃতি।
অনুরাগের পালা দিচ্ছে যে তাড়া
ফিরে পাওয়ার পথ নাই।


সম্পর্কের গড়ন ঘটিয়েছে তাদের মায়েরা
সে সম্পর্কে বিস্তার তাদের মাঝে
ইচ্ছে রাখে তাদের ভবিষ্যৎ
বন্ধু মহল গড়বে এভাবে।


-আচ্ছা দিদি,তাদের আর খুনসুটি হয় না বুঝি
-হয়না আবার,আজও হয় খুব খুনসুটি
দাড় বাধিয়ে ইচ্ছে স্বাধীন
স্বল্প সময়ের ইতি টানে
ভালবাসায় মশগুল থাকে


হয়েছে এমন অনেক
দুঃস্বপ্ন দেখে আতকে উঠেছে,
বিচ্ছেদ জ্বালা পুড়িয়ে রাত্র
প্রভাতে ফোন দিয়ে বলে- আছিস তো ঠিকমত।


ঝাপটে ধরে,আকড়ে বাঁচে তারা
সুখে দুঃখে সাথী হয় যারা
মন খারাপের খুজি মরে কত
কত আপনজন এলো কাছে
চলে গিয়েছিল না বলে।
দিদিকে বলেছি সব, ক্ষান্ত হয়েছি খুব
শেষ আশ্রয়ের প্রতিশ্রুতি এভাবেই যেনো বাড়ে।


ছোট ছোট ভালবাসা পাপ্তি
আনন্দের ঘনঘটা
একা একা দেখে তাকেই মনে করে
স্মৃতির প্রহর ।


-দিদি, তুমিও কি আমায় গল্পের মত ভালবাসো?
আদর করে ঝাপটে ধরো।
মন খারাপের সময় খুঁজো,


খুনসুটিতে সম্পর্কে সূচি
ভালবাসা বেশ
তোকেও এতটাই আগলে রাখি,
প্রশ্ন চিহ্ন তবে কেনো রাখিস
আছড়ে পরা সমুদ্রের ঢেউ
আকাশ কালো করা মেঘ
একসময় সমুদ্র হয় শান্ত
কালো মেঘ সরে হয় আকাশ নীল
সম্পর্ক হয় সুন্দর

-চল দিদি আমরাও ভালবাসি
আকড়ে ধরে আমায় তুমি
রবে অভিমানে ভরা খুনসুটি
বন্ধনের মিষ্টতা হবে গল্পের মতই সৌন্দর্য্যশীল।

-গল্পে গল্পে রাঙুক ভুবন
গল্প গড়ি তাদের মত
আজন্ম অটুট থাকুক এরকমই রকমারি বন্ধন🖤