এখনো হয়ে ওঠেনি তোমাকে বলা
মেঘগুলো হয়েছে যেন আমার মতোই পাগলপারা,
আকাশ ঢাকলো মেঘে আর নিভে গেল সূর্যের রোদ
আমার মতো মেঘগুলো যেন করছে নানা অভিযোগ!
হঠাৎ বৃষ্টি নামলো মনের আকাশ ভেঙে,
চলেছি আমি আজ একলাটি পথ হেঁটে!
মনের ক্যানভাসে আজ‌ও ফুটে ওঠে তোমার ছবি,
চোখ বন্ধ করে সেই ছবি আঁকা এখনো আমার হবি।
বর্ষার কোন এক দুপুর বেলায়
নামবে যখন বৃষ্টি অঝোর ধারায়,
একটি গোলাপ রাখবো তোমার দুয়ারে
বলবো এখনো ভুলতে পারিনি তোমারে!
এই শহরে বৃষ্টি নামলে আজ‌ও তোমায় খুঁজি,
ইচ্ছে করে আরো একটিবার তোমার সাথে ভিজি।
বৃষ্টি নমলে তোমার শহরে ভিজবে তোমার চুল,
দুজন মিলে দেব না হয় এক‌ই গানে সুর!
বৃষ্টি হলে আজ‌ও করি তোমার স্মৃতিচারণ,
তোমার আমার মাঝে আজি হাজারখানি বারণ!