এরই নাম দেখানো সুখ
      শম্পা ঘোষ


      কষ্ট রাখে বুকে
     জীবন কাটে দুখে
     সুখের বাতি কই
      দাওনা এনে সই
     কেনো আছো চুপ?
      কেমন তর রূপ?
    দেখতে কেমন সেটা?
   দেবে কি আমাই কটা?
    সইয়ের মাথায় হাত
  তাকে করেছি কুপোকাত
   সুখ জিনিসটা কেমন?
   সেও জানে না তেমন
    ভাবের ডালে বসে
    দেখায় হেসে হেসে
    তার গুপ্ত ঘরে ঢুকি
  জোরসে দিলাম কুকি
    কোথায় সুখ ভায়া?
  দেখি না তোমার ছায়া
   গলা হাঁকিয়ে বলো
  দেখাও একটু আলো
  কে যেনো এসে বলে
  ও কখন গেছে চলে
   হায়রে অভাগা মন
সইয়ের সুখের বিবরণ
   বললে পরে হাসে
ও বলতে ভালোবাসে
তাই দেখানোটাই সুখ
  বুঝে গেছি ওর মুখ।


    **********
        *****
           **
     "৭-১৮-২৩"