ভাঙ্গা কলসীর ভাগ্যখানি
                   শম্পা ঘোষ


        দেখো ভাঙ্গা কলসীর ভাগ্যখানি
         তাতে চুবিয়ে রাখবে শুদ্ধ পানি
          তাই ডুবিয়ে তুলছে বারবার
            পূরণ হয় না শূন্য আধার।


             আধার ভরতে আঁধার হয়
             মন যে এবার পাচ্ছে ভয়
             সময় সে তো হচ্ছে ক্ষয়
            হারিয়ে যাচ্ছে সুর ও লয়।


               লয়ের মাত্রা বিলম্বিত
              বইছে ধীরে বড়ই স্থিত
          ঠোঁটের গোড়ায় জমছে স্মিত
            হবে নতুন রূপে প্রস্ফুটিত।


          প্রস্ফুটিত আজ  ফুলের বাগান
           নাম লেখালো জয়েরই গান
           যেখানে সূর্যমুখী করছে স্নান
          জেগে  উঠলো বদ্ধ এই প্রাণ।


            প্রাণের মাঝে ভাবনা ভূষণ
           আগলে রেখে করছে পোষণ
             মনের বায়ূ নয়কো দূষণ
         ওরে কে করবি এবার শোষণ?


            শোষণ এখন সময়ের ঘাত
            দুষ্টু বাতাস করবে আঘাত
          আছে চন্দ্র,সূর্য,আকাশের সাথ
       আজকের রাত্রি কাল হবেই প্রভাত।


         তবুও ভাঙ্গা কলসীর ভাগ্যখানি
         তাতে চুবিয়ে রাখবে শুদ্ধ পানি
          তাই ডুবিয়ে তুলছে বারবার
           পূরণ হয় না শূন্য আধার।


                   *******
                       ***
                         *
                   "৪-৭-১৯"