বহুরূপী
              শম্পা ঘোষ


      চালাকি তুমি করলে কবি-
      আঁকলে বসে প্রেমের ছবি,
       তবে বিবরণটা অন্যরকম
     বুঝি না তোমার রকম- সকম,
        সময় বুঝে বদলে দিলে
       ধারাপাতের কানটি মুলে,
     ভাবছো হয়তো সবাই বোকা
    শুনে চোখের ভুরু করলে বেঁকা,
     এবার ওগো দাও গো ক্ষেমা
       কি লিখে সব দিচ্ছ জমা?
       শব্দ ঘরে জপছো মালা
      ভাবটি যেনো কানুর চেলা,
    মনের বাতাস কোন দিকে বয়?
      গোপন হাসি যেমনটি কয়!
      বাহানা তুমি করতে পারো
      কোন বাঁকেতে উঁকি মারো?
    যত চিমটি কাটা ভাবের উদয়
  যেনো ঘুরপাক খায় মাছির হৃদয়,
     ফজলি আমের গন্ধ শোকে
     হামলে ছোটে তারই দিকে,
       বার্তা ভরে রসের ভাঁড়
      দৃষ্টি কবুল নেইকো ছার!
    আজকের জন্য এই যথেষ্ট
কবি-কালকে হয়তো সাজবে কেষ্ট।


          ********
             *****
                 *
           "৫-১০-২২"