ফুটো টিনের সব মিয়ানো মুড়ি
                       শম্পা ঘোষ


                  সব আসরই এখন ঠিক-
              চায়ের দোকানের আড্ডার মত...
         ব্রজবুলীর গল্প জমাতে পারলেই হলো,
                কিন্তু সেই রসালো কনটেন্ট
                 আর কেহই খুঁজে পায় না...


         ঝুড়ি ভর্তি শুধু কাবুলী ছোলার খোসা,
               হাতড়ে হাতড়ে মুখে ভরলে
               গলা তো খুস খুস করবেই...
               তাই সবাই কাশতেই ব্যস্ত,
                    হাসি থেমে গেছে...


              দু-একজন এখনো ফু দিয়ে
        হাত চাপড়ে দানা বার করাতেই ব্যস্ত...
          স্বাদ নিতে হবে এই উপলব্ধি নিয়ে
                      গলা হাকড়ায়,
         আয়োজন থাকে এটেনশন ড্র করার...
     ওস্তাদের ওস্তাদী আজ বিকল হয়ে পড়েছে,
           ফেউ এর বড় অভাব ঘটেছে যে...
       একটু হাত তালি একটু সিটি দেওয়ার-
          ব্যবস্থা না থাকলে গোটা এন্থূটাই
                     মিইয়ে যাচ্ছে,
            ঠিক ফুটো টিনের মুড়ির দশা...
        কে খাবে?কোনো স্বাদই নেই যাতে...
    তার চেয়ে চা টা ভালো করে বানা দেখি-
                    একটু চুমুক দিই।


                    @@@@@@
                       $$$$$$
                           %
                     "৩-৪-২২"