জীবন্ত এক চিত্রকল্প
             শম্পা ঘোষ


    হালকা কথায় মন খুলে যাক
            বন্ধ করা দ্বার,
      বন্ধু এসো ভাগ করে নিই
          তোমার দুঃখ ভার।


    আজ দুনিয়ার ভাব আকাশে
         বাঁচাই যে গো দুষ্কর,
     কোথায় পাবো খুঁজতে থাকি
          শান্তি ভরা পুস্কর।


     পাঁচটি মাথা কষতে থাকে
         মত বিনিময় চুক্তি,
     মেজাজ যেনো কথার ভারে
          দেখায় শুধু শক্তি।


    গল্প আসর জমছে না আর
     সব সেল ফোনেতেই ব্যস্ত,
      ফেসবুকেতে নকল বার্তা
       বাড়ছে কেবল দোস্তো।


       মহামারী শিক্ষা দিলো
          জীবন বড় তুচ্ছ,
    মানুষ এখন কাকের বেশে
         পড়ছে ময়ূর পুচ্ছ।


      সবাই এখন ব্যস্ত থাকে
        এড়িয়ে চলার মন্ত্রে,
      তারই মাঝে দেখানোটা
         বাঁধে নতুন তন্ত্রে।


      তাপমাত্রা উঠছে বেগে
         বরফ গলে জল,
      এর জন্য ভুগতে হবে
        কি হবে যে ফল?


    ভাবনা এখন মাঝ দরিয়ায়
       খুঁজতে থাকে পার,
     বন্ধু ওগো দুই জনেতে
        টানি জোরে দাঁড়।


    চোখ খুলে যায় দেখি আমি
        দাঁড়িয়ে আছি একা,
    পথ খঁজে নেয় নতুন দিশায়
        হচ্ছে অনেক শেখা।


             *****
                 *
          "১২-২-২২"