চাঁদের আলোয় হারিয়ে গেলো
      রাতের অভিমান
আদর করা জ্যোৎস্না নামে
     জমির সীমানায়।


বাতাস এসে দেয় যে দোলা
     হাসনুহানার ডালে
মন-মাতানো সুরভি ছড়ায়
  তার প্রতিটি ফুলে ফুলে।


বাঁশির সুরে বেজে ওঠে
   ঘুম ভাঙানো রাত
পাগল মন উঠলো জেগে
   বাড়ায় খুশির হাত।


আলতোভাবে চুপিচুপি
  জানালায় দেয় উঁকি
শশীর আভা ছড়িয়ে পড়ে
   মুগ্ধ করে আঁখি।


চাঁদনী খেলে লুকোচুরি
    শান্ত নদীর বুকে
খোলা আকাশে রুপোলি আলো
   গায়ে নেয় মেখে।
        ****
          **
           *