কবিতা আমার মনে মনে
শম্পা ঘোষ
কবিতা কে বুকে নিয়ে
দিবানিশি কাটে গিয়ে
মনের সাথে মনের আলাপ
ছলাৎ ছলাৎ হয় ছয়লাপ
কবির মনে কবিতার বাসা
আবেগ ভরা শব্দ ঠাসা
কখনো কষা,কখনো রসা
মনের ভিতর খেলছে পাশা
নয়কো জেতার কোনো আশা
লুকিয়ে থাকা সুপ্ত ভাষা।
কবিতা যে মনের খুশি
মনের ভিতর দিচ্ছে টুসি
শব্দ কখনো হয় না বাসি
মনের মধ্যে তাইতো ঠাসি
লুচির মতো উঠবে ফুলে
অনুভূতিরা মনকে ছুঁলে
লিখছি তাই মনটি খুলে
কবিতার আসরে দেবো বলে।
শুধু স্বপ্নের জাল বোনে।
কবিতা স্বপ্নময়
কেবলই ছন্দময়।
সুন্দর শব্দ-মালা
প্রাণে দেয় দোলা।।
... অনেক ভালো লাগা রেখে গেলাম প্রিয় কবি বন্ধু। সীমাহীন শুভেচ্ছা আর অন্তহীন ভালোবাসা। শুভ দ্বিপ্রহর (আমাদের সময়ানুযায়ী)।
কবিতা দেখে না রাতটা তখন।
কবিতা যে মনের মতন,
গোলাপ ভেবে নাও না যতন।
শুভকামনা কবিবন্ধু
বেশ_
মননে আমার সাড়াশব্দ খেয়াল দিয়ে যায়,
কবির কাব্যে স্বাদ_সত্য
সুবিন কাব্য গায়।
বেশ লেগেছে কাব্য খানি_মুগ্ধ আমি।
ভালোবাসা রইল প্রিয় কবি।
ছড়ায় তা সুবাসে।
শুভেচ্ছা অনিবার।
একটু অসুস্থ। তাই রোজ পাতায় আসা বা লেখা
হয়ে উঠছে না।
আমার কথা বলবো বলে।
কবিতা পড়ে হলো মনটা খুশি,
বোনের কবিতা ভালোবাসি।
এলাম তাই একগুচ্ছ ফুল হাতে,
ভালোবাসার সুবাস আছে তাতে।
এমনভাবে মেঘের ছায়ায়,
রইলাম বসে কবিতার আশায়।
গিটারের সুরে সুরে,
লিখো তুমি ফুলের রূপে।
ভগিনীসুলভ ভালোবাসা দিলাম।
ভাবনার সুর ছেনে প্রকাশিত ঢঙ্গে
কবিতা ঘুচায় প্রাণের ব্যথা
বেদনার মূলে লাগা প্রসারিত রঙে
কবিতা মানেনা যাপন প্রথা
সাধনার সাধে মেশা কবিমন সঙ্গে।
মন খুলে লেখা কথামালা কবিতা হয়ে ওঠে
প্রাপ্তির তৃপ্তিতে এভাবেই ভরে থাকে মন....
কবির জন্য অফুরান শুভকামনা জানিয়ে গেলাম ----
অনুভূতিরা মনকে ছুঁলে"
কবিতা লিখেছেন লুচি খেতে খেতে নাকি বানাতে বানাতে?
ঠিক বলেছেন কবি -
ভাব যারে ধরে ঠেঁসে
কাব্য বানে যায় সে ভসে
আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
শুভ হোক পথচলা -
আবেগ ভরা শব্দ ঠাসা
কখনো কষা,কখনো রসা
মনের ভিতর খেলছে পাশা
নয়কো জেতার কোনো আশা
লুকিয়ে থাকা সুপ্ত ভাষা।"
একদম মনের কথাটাই আপনার
কবিতায় ভাষায় প্রকাশ পেয়েছে প্রিয় কবি।
এ জন্য জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন।
শুভ কামনা রইল।
তাকে ছাড়া দিনটা কাটে না যেন ক্ষণে।
কত ভাবি তাকে ছেড়ে যাব আমি দূরে
হয় কি আর তা!!
তাকে ভেবেই ঘুম ভাঙ্গে মধ্য রাতে নয়তো ভোরে।
চমৎকার কাব্য পাঠে রেখে গেলাম কিছু লাইন যা ভাবনায় এলো তাই।
শুভকামনা অফুরন্ত রইল প্রিয় কবি সব সময়। ভাল থাকুন।
কাব্য উঠবে দুলে দুলে
মন যাবে নদীকূলে
প্রাণ হাসবে নভের তলে......
তোমার সরল ভাবনার কাব্য দারুউউউউউউউউউউউউউ ণ !!!!
শারদ শুভেচ্ছার সাথে খাদহীন ভালোবাসা
রেখে গেলাম বন্ধু। ভালো থেকো।
প্রিয় কবির জন্য রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সব সময়!!
শুভেচ্ছা অফুরান। আমার পাতায় নিমন্ত্রণ রইলো।