নন্দ বামুনের কান্ড দেখো
                     শম্পা ঘোষ


        নন্দ বামুন সকাল বেলা খড়ম পায়ে
          পুকুরের ধারে দাঁড়িয়ে-
              নিমের দাঁতন চিবিয়েই যাচ্ছে-
                                        চিবিয়েই যাচ্ছে...


        ওই যে খুব সকালেই
               মেয়ে,বৌয়েরা পুকুরে নামবে...


       কিন্তু সময় তো বদলে যায়?
            সব বাড়িতেই আজ জলের সুব্যবস্থা,
          পুকুরগুলো কবে শুকিয়ে গেছে...


                নন্দ বামুনের এখন বয়স হয়েছে...
                        কই স্বভাবটা তো বদলালো না?


      সে রোজ সকালে-
                   ঠাঁই দাঁড়িয়ে থাকে পুকুর পাড়ে...
        খড়ম না...ছেঁড়া চটি পায়ে,
                    নিমের দাঁতন আর লাগেনা-
                        কারণ তার সব কটা দাঁতই
           পড়ে গেছে কবে?
                
এখন ফোকলা দাঁতে গান ধরে...
        "আগে কি সুন্দর দিন কাটাইতাম"।
                      
"১০-১৫-২১"