ওদের কথা
          শম্পা ঘোষ


    রঙচটা সানকিতে
একটু ল্যাললেলে ভিজে ভাত
               একটা কাঁচা লঙ্কা আর ভাতের পাশে
         এক চিমটে নুন যাদের বিলাসিতা
                  তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার ও মুখে মাস্ক
            চেনাবো কি করে...


               কিন্তু ওরাও তো সমাজের হিস্যা
      ওদেরও বাঁচার অধিকার আছে-
                      কিভাবে করবে এফোর্ট!


       যাদের মাথার উপর নেই ছাদ,
                ছেড়া প্লাস্টিকে ঢাকতে চায়
        মাথার রোদ,বৃষ্টির ছাট...


                 ওদের স্বপ্ন ছিলো একটাই
কালকে ভোরে উঠে পাবে তো কাজ?
          এইভাবেই তো বেঁচে ছিলো
  তবে কি হলো এখন;
               আজকে উপরওয়ালারা করছে
সাবধান--পরিস্থিতি বড্ড ভয়ের
      মেনে চলাটাই বাঁচাবে তোমায়...


           ওরা শুধু ভাবে,কত জীবাণু নিয়ে
    বেঁচে তো ছিলাম আমরা,
           কেউ তো বলেনি এমন করে
এ কেমন জীবাণু ,
যে মরণের ভয় দেখায়
               দেখতে বড় ইচ্ছে করে...


         ভয় পাবেন না বাবুরা
     আমরাও জানি প্রাণই অমূল্য
               তাই মরেও বেঁচে আছি সমাজে।


               ***************
                   ***********
                       *******
                          ****
                             !