পোলার ভর্টেক্স
শম্পা ঘোষ
আপাততঃ ঝড়...
মানে তুষার ঝড় থেমে গেছে...
দু একদিন শান্ত...
চারিদিকে সাদা আর সাদা...
বরফ আর বরফ...
প্রকৃতির কি অপরূপ চিত্রকলা...
কে যেন বিছিয়ে দিয়েছে চাদর...
বরফ জমতে জমতে কয়েক ফুটের উপর...
সূর্য খেলা করে...তবে...তাপমাত্রা,
আরও নীচের দিকে ছুটছে...
বাতাস বইছে...
আর্কটিক ব্লাস্ট...
বড়ই বিপদজনক...
তাপমাত্রা...কেবলমাত্র...
-৬0 ডিগ্রি ফারেনহাইট।
**********
********
******
***
*
আমি তো ভাবতেই পাছিনা। এটা কি কাব্যে?
নাকি সত্যি??
অনেক ভালোবাসা রেখে গেলাম প্রিয় সখীর জন্য।
ভালো থাকো সাদি---------------
সুন্দর উপস্থাপনা। শুভেচ্ছা রইল।
শীতের বাস্তব চিত্র অনন্য রূপে ! দারুন লাগল
শীতের উষ্ণ শুভেচ্ছা কবিকে
খুব সুন্দর!অনেক শুভেচ্ছা রইল!
অনেক ভালোলাগা।
শুভেচ্ছা অশেষ কবি ।
অধুনা আমার যাপনই যে তুষার রাজ্যে
বসবাসের উপযুক্ত কি উপযুক্ত নয় সেই ভাবনায় যাই না
এমন কোনও বিষয় কি আছে পক্ষে বিপক্ষে কেউই দাঁড়ায়নি
দুর্বল পায়ের মানুষদের কথা ছাড়ুন
যাদের পায়ের তলায় শক্ত মাটি তেমন
বিশেষ আবহ বিশেষ ভাবে ভাবতে শেখায়
তাই তো শুভ্রতার ভেতর ডুবে যাই
সুবিধা একটাই,প্রবল শৈত্যে নড়াচড়ার ক্ষমতা থাকে না
বিক্ষিপ্ত মনে সংযম আসে,ডুবে থাকি সুউচ্চ পর্বত শৃঙ্গের শুভ্র তুষারে
আমরাই যেন ভাল সামান্য শিশির তাও সবুঝ ঘাস যায় ভিজে।
সুন্দর কবিতা কষ্টের সাথে অনুভব
খুব ভাল লাগল প্রিয় কবি। অনেক শুভকামনা রেখে গেলাম পাতায়।
ভাল থাকুন সকল সময়।
ঠান্ডায় মানুষ জমে যাবে ।
শুভেচ্ছা আর ভালবাসা রইল ।
ভালো থাকুন ।
অভিনন্দন জানাই।
সাথে- আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
সর্বদা সুস্থ্য থেকে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করুন এই কামনা করি।।
মুগ্ধতা,শুভেচ্ছা রইল একরাশ।