রাধার উদ্যান
শম্পা ঘোষ


      দূরের মানুষ কাছে টানে
         কাছের মানুষ দূরে
       সম্পর্কের বেড়াজালে
        কে মীমাংসা করে।


     মনের মধ্যে লুকোচুরি
        চলছে  সারাবেলা
    দিচ্ছে উঁকি বলছে কুকি
  খুঁজে না পেলে বোঝো ঠেলা।


    কায়ার মধ্যে মায়ায় ভরা
      রহস্যে ঘেরা জীবন
    কালকে যে পর ছিলো
    আজকে হলো আপন।


    মন পাখিটা উড়ে উড়ে
      বিলায় নিজের কথা
  শুনলে পরে আসবে ফিরে
      সে যে হরি দাতা।


   রাধার ব্যথা শুনে কানু
       গলেই হলো জল
কাঁদাবো না আর তোকে আমি
      খুলেই আমায় বল।


      হরি হরি মরি মরি
     আর যেয়ো না চলে
এবার যখন পেয়েছি তোমায়
  থাকবো তোমার কোলে।


   শরীর এবার সুস্থ হবে
   কাটবে মনের অসুখ
  এতদিন কোথায় ছিলে
   দেখোনি কেনো মুখ।


  মনের মধ্যে বড়ই জ্বালা
     কাকেই বলি খুলে
  শান্তি তাই খুঁজে পেলাম
     হাতটি যখন ছুঁলে।


  দূরে বসে দেখতে তুমি
   এই রাধার হাহাকার
আজকে তুমি ফিরে এসে
  দারুণ করলে উপকার।


মান অভিমানের পালা এখন
    রাখবো দেখো তুলে
আর যেয়ো না দূরে সরে
পারবো না থাকতে ভুলে।


কানাই রাধা আজকে থেকে
    করবে নতুন লীলা
তৈরী হবে তারই জন্যে
   মনোরম এক ভিলা।


  *************
     **********
         ******
            ***
              *