সামান্য অদল বদল
      শম্পা ঘোষ


      নির্বাক শব্দরা
      হয় হতবাক
     শত শত যন্ত্রণা
     করে করাঘাত
    ঘোমটার সরলতা
    ছুড়ে দেয় ফেলে
    সোচ্চার হয় আজ
    ভিড়ে যাও দলে।


প্রতিবাদ ভেবে তুমি
   দলে দিলে নাম
অভাব ঘুচলো তোমার
  পেয়েছো কি কাম
ঘাম ফেলে হাত তুলে
    করো শ্লোগান
লড়াইয়ে লড়তে গিয়ে
   পেয়েছো কি মান।


  দলাদলি ঢলাঢলি
   থামে নাকো পথ
আজ আছে কাল ছাড়ো
    মিলছে না মত
অধিকার নিয়ে কত
   দিয়েছিলে ভাষণ
আজকে খুঁজছো তুমি
  পাও যদি আসন।


    স্বপ্নের সিঁড়িটা
   কাঁচা বাশে বাঁধা
সাদা মার্বেলে পা ফেলে
   খুঁজে চলো ধাঁধা
  সত্যের মুখোমুখি
   হয়েছিলে আগে
আগুন জ্বলতো বুকে
   উঠতে যে রেগে।


আজ দেখো আঙটিতে
   ভরে গেছে হাত
  মাংস কোর্মা দিয়ে
   রোজ খাও ভাত
  গরীবের কথা আর
  তোলে নাকো মুখে
  আখের গুছিয়ে যে
    আছে মহাসুখে।


   *********
     *******
        ****
           *