টিক টিক রাখছে নজীর  
                  শম্পা ঘোষ


      গুণগত মানের বিচার হয় না আর
     জনপ্রিয়তা কেটে দিয়েছে যার তার।
     নকল সভ্যতা মাথা চাড়া দিয়ে ওঠে
   ঘুমানো সমাজেও রঙ মাখে দেখি ঠোঁটে।
    কে আছো জেগে বলে না কেনো আঁখি?
       পরিবর্তনের নৃত্যে নেমেছে বাকি।
         সংযত নয় রাত জাগা উল্লাস
       নেশার ঘোরে বাঁধা পড়ে প্রশ্বাস।
      ক্যাফে বিলাসী চুমুকে চুমুকে শেষ
       অস্তিত্ব হারায় মুড়ি,মুড়কির দেশ।
        বাতাসেও বহে ভিন্ন সমীকরণ
       অজানা মুখর আজব তারই ধরণ।
         শান্ত,শীতল ছায়ার কথা ভাবি
     ভাও এর প্রভাবে খাচ্ছে আজো খাবি।
           বাতাবরণ ঘূর্ণিঝড়ে পড়ে
        সময়ের কাঁটা ঘুরছে নড়ে চড়ে।
    ফিসফিস করে কে যেনো বলছে ওরে
     সবাই এখন যে যার আছে ঘোরে।
       চামড়া এখন প্রযুক্তির অবগত
    খসখসে মন মাথা করে তারই নত।
    বিজ্ঞানকে হাতে নিয়ে কারা খেলে
    রাজনীতির ভানে ঢেকে রাখে বগলে।
  দেখা, ও, না-দেখার ফারাকেই মতভেদ
    ইশারার চাপে বোঝা বয়ে চলে খেদ।
                                
              **************
                      *****
                   "১২-১৮-২০"