তোমাকে ভেবেই
শম্পা ঘোষ
তুমি পড়বে বলেই
আমার লিখতে বসা
তুমি দেখবে বলেই
আমার মুচকি হাসা।
তোমার দুটি চোখে
যখন আমি থাকি
জমা গল্প আছে
রাতে বলবো বাকি।
সময় যাচ্ছে বয়ে
বড়ই দ্রুত
হাওয়ায় উড়ছে ঘুড়ি
হাতে লাটাই সুতো।
মন যাচ্ছে উড়ে
ঈশান কোণে
হঠাৎ হারিয়ে গেলাম
গভীর বনে।
ভয় একটুকুও নেই
আমার যে আজ
জানি সঙ্গে আছো
তুমি যে রাজ।
আকাশ সঙ্গী হয়ে
সহায় হলো
হঠাৎ একফালি চাঁদ
পথ দেখালো।
কখন হাঁটতে হাঁটতে
ফিরে এলাম
তোমার স্পর্শ লেগে
চমকে গেলাম।
আলো জ্বলছে দেখো
আমার চোখে
যা ছড়িয়ে পড়বে
দিকে দিকে।
ওগো তুমি আমার
সঙ্গে থেকো
আর আদর করে
আমায় ডেকো।
মন বুঝতে পারে
সেই প্রেরণা
তাই তোমায় আমি
আর ছাড়ি না।
*******
*****
***
*
শতভাগ নির্ভেজাল একটা প্রেমের কবিতা।
যে কবিতায় আছে ভালোবাসার নিঃশর্ত অঙ্গীকার।
জীবন-মনকে ভালোবাসার মানুষের কাছে সপে দেবার
বাসনা, স্বপ্নকে বাস্তবে রূপ দেবার অনিন্দ্য সুন্দর প্রত্যাশা।
খুবই ভালো লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
অনবদ্য প্রেমের ছোঁয়া
কবিতার পাতায় পাতায়
খুব সুন্দর অনুভূতি
একরাশ শুভেচ্ছা রইল
প্রিয় কবির জন্য।
এক্কেবারে সুন্দরম 👌👌
"তিনি "এখন একটু ভালো আছেন
তুমি ভালো থেক সখী।
অনেক ❤💙💚💜 দিলাম তোমাকে।
স্বাগতম সুন্দর কবিতার জন্য ।ভাল থাকবেন কবি।শুভ রাত্রি।আপনি ভাল থাকবেন ।এরকম ছন্দবদ্ধ লেখা চাই।
প্রেমের কথা বলি কারে!
কবিতা তার রূপটি ধরে।
ছন্দে ছন্দে আপন প্রীতি
পেয়েছেন সুন্দর সাথী।
শুভকামনা প্রিয় কবিবন্ধু
চমৎকার অনুভবের ছোঁয়ায় অপূর্ব নিবেদন
মন ছোঁয়া কাব্য রচনা
শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় কবি
ভালো থাকুন সবসময়।
মন ভরে গেল কবি। অনন্যসুন্দর প্রেমের ছোঁয়ায় অপূর্ব কবিতাটি।
শুভেচ্ছা রইল একরাশ।
অপূর্ব প্রেমের কবিতা
মন ছুয়ে গেল
শুভেচ্ছা রইল কবি।
তোমাকে ভেবেই আমার তো সব
জীবনের চলার পথে শুনি কত রব,
ক খনো সুখ ক খনো দুঃখ বেদন
সবই করি এ হৃদয়াকাশে অনুভব।
বড়ো ভালো লিখেছেন প্রিয় কবি। ভালো লাগলো। ভালো থাকবেন সবসময়।
তুমি যে আমার সকল প্রেরণা ...।শুভেচ্ছা অনন্ত।
চমৎকার! অপূর্ব প্রেমের আল্পনা এঁকেছেন
প্রতিটি স্তবকে। ভালো থাকবেন শুভেচ্ছা
রইল কবি।
অনবদ্য প্রেমের কাব্য ।
মুগ্ধ কাব্যে।
প্রিয়কবি ভগিনীকে শুভেচ্ছা অশেষ ,ভাল থেক সদা ।
অসাধারণ এক প্রেমের কবিতা
বিশ্বাস আর প্রেমে নিমগ্ন দুটি প্রাণ
অসাধারণ নিবেদন
অনেক শুভেচ্ছা থাকলো
দারুণ।মন ছুয়ে গেল।ভালো থাকবেন।
আসরের প্রিয় কবি শম্পা ঘোষ
আপনার সুন্দর কাব্যে আমি মুগ্ধ, খুব ভালো লাগলো প্রকাশ
আগামীর জন্য শুভকামনা রইলো
আজ আমার পাতায় প্রকাশিত কবিতা "দিদি তুমি" প্রিয় কবি রীনা বিশ্বাস-হাসি ও পারমিতা দিদি কে উৎসর্গ করে লেখা। সময় হলে ঘুরে আসবেন পাতায় আর যদি আপনার বান্ধবীর সাথে কথা হয় আমার কথা বলবেন, আমি কল করেছিলাম ধরেন নাই
চমৎকার প্রেমের কবিতা | খুব ভালো লাগলো প্রিয় কবি | ভালো থাকবেন সদা |
না না কবি ছাড়াছাড়ি কিংবা আড়াআড়ি একদম চলবেনা।সুন্দর প্রেমের কবিতা ।শুভেচ্ছা জানবেন।
সুন্দর প্রেমের কবিতা।
শুভেচ্ছা রইল কবি বন্ধু।
বাঃ মন জুড়ে কল্পনার অনুভূতি । প্রেম কাব্য ভালোই লাগলো । ভারী চমৎকার লিখলেন কবি ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ।
ভালো থাকবেন ।
বিশ্বাস, নির্ভরতা এবং চমৎকার রোমান্টিক আবেশ ছড়িয়ে পড়ছে কবিতা থেকে।
প্রিয় কবিকে অসংখ্য শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা রইল।
নান্দনিক প্রেমময় প্রকাশ কবিজি
ভালো লাগলো।
চমৎকার লেখেছেন কবি দিদি
অনেক শুভেচ্ছা নিবেন