মন যে আমার অচিন পাখি 
                      কেমনে তারে বেঁধে রাখি 
             যায় না তারে বাঁধা ,


যতোই  বলি থাকনা এবার 
                      উড়ে তুই যাসনে আবার 
              বিথাই তারে সাধা ।


বার কতেক শুধালাম তারে 
                      উড়ে বেড়াস কিসের তরে 
                শূন্য করে বুক ,


উত্তরে সে কইলো পাখি 
                      সারাক্ষন যে খুঁজতে থাকি 
              গোপন চোরা সুখ ।


আমি কইলাম বুকের মাঝে
                      সকাল - বিকেল সন্ধ্যা - সাঁঝে 
          থাকনা তুই আগের মতো আবার ,


থাকনা তুই আমার হয়ে 
                       শূন্য বুকের কষ্ট সয়ে 
                সুখের কি দরকার ?



© কলমে - " অচিন পাখি  "