-----------------------------------//(০২)


আমি ঘুম পাড়ানির গান অনেক শুনেছি;
শুনেছি বিরহী রাতের একান্ত কান্নাকাটি ।


হেঁটেছি কল্পলোকের দুরন্ত গভীর পথ ধরি;
দু'টি গাঙ্গের স্বচ্ছ জলে সাঁতড়েছি এই আমি।


উড়ে গেছি শঙ্খচিলের পাখায় নদী তীরদেশ ধরি।
সাথী হয়েছি 'আকাশের' অঝোড় কান্নার-
ভিজেছি আমিও অনেক অনেক রাত্রি।


আশার সমাধি পায়ে ঠেলে এগিয়েই গেছি-
নিরন্তর এগিয়েই গেছি;
সুসময়ের কথা ভেবে নিশি-দিন তাকিয়েই থেকেছি।


বুঝেছি বদলে গেছে আমার পৃথিবী-
পথে পথে এঁকেছিলাম স্মৃতির জলছবি।


হৃদয় পথে তাকিয়েই বুঝেছি-
কিছুকিছু ঘর কখনোই হয়না পর.!
এও বুঝেছি কিছুকিছু ঘর ফাঁকা রয়না জীবন ভর।


জানিনাই  এটা কি ছিল তোমার আভিশাপ নাকি সত্যিই আর্শিবাদ.?
চেনা মুখের মিছিলে এঁকেছিলাম জলছবি,
পদ্মাবতীর খোঁজে ঘুড়েছিলাম স্বপ্নলোক জুড়ি।


আলোক ঝর্ণাধারার মিছে মায়ায়; অবশেষে বুঝেছি এই আমি
সব কিছুই অযথা, ব্যার্থ সময়ের ছবি।

তাইতো আর ছুটিনাই আমি স্মৃতি কন্যার লাগি-
স্বপ্নেও দেখিনাই এমন কোন নারী এমন কোন নারী-
তবে কবিতার প্রচ্ছদপটে বলো কাহার ছবি আঁকি ।
________________________________________________
'মিনহাজ মিজান'
০১/০৪/২০১৫ ইং