______________________________________________//
প্রতিটা দিনই ছায়াটা লম্বা হলেই,
যতসব আজে-বাজে চিন্তা আসে,
শুনেছিলাম ছায়া নিরন্তর হারায়;
একটানা ছায়া রয়না কখনই তবে.?


আজো কলাপাতা রঙ দেখলেই-
মনটা হারিয়ে যায়,
একটা ছায়া পড়ে মনের গহীনে,
আহ্ কি কষ্ট কি কষ্ট, আহ্ কি কষ্ট।


সেই বিকেলটা কাঁটেনা কিছুতেই.!
সোনা রোদ এখন আর নেই
নেই সেই সাত প্রহরের অপেক্ষা,
নেই কাঙ্ক্ষিত সুখের প্রহরটা.!
নেই হালকা কলাপাতা রঙটা।


জানি আমায় এ পথ চলতে হবে.!
________;
যতই কৃষ্ণপক্ষ বা গ্রহন আসুক না-
আমার ততটা দিন চলতে হবে,
নদীর পথধরে ভাসতে হবে।


জানি পৃথিবীর সব নদী-
অজস্র জল সমুদ্রে নিয়ে যাবে।
জানি অবাধ্য স্রোতধারা বর্ষায়
পাওয়া যাবে-
চৈত্রে তা, খুঁজে নাহি পাওয়া যাবে ।


তবু কেন জানিনা.?
ভালো লাগে ভাবতে-
অষ্টপ্রহরের কান্না,
জেগে থাকা আঁখি জলের বন্যা।


এলোমেলে হাওয়ায়, কিছু আলো
এসে পড়ে আমার ঘরে-
এলো মেলো হাওয়ার এই রাতে-
সাথী এসোনা হাতে হাত রাখি ।


মুখ বদলের জগতে হাঁটতে থাকি,
ছায়ার পথ ধরে হাঁটতেই থাকি,
কাঙ্ক্ষিত একটা রাতে আঁধারে,
তালা চাবির মেল বন্ধনে নতুন পথে-
কাঁধে রেখে গরম নিশ্বাস প্রশ্বাসে।


নতুন পথে হাতে হাত রাখি,
তারপর কৃষ্ণপক্ষে ভাসিয়ে দেই
পুরনো সে চাঁদের খেয়া,
এভাবেই ভেসে যাই,
তোমার কৃষ্ণপক্ষের ভালবাসায় ।


দুটো মনে একসুরে বাঁজাতে থাকি কৃষ্ণপক্ষের বাঁশি-
নরম আবেশে পাতলা গোলাপ কেয়ায়-
শরীর জুড়ে নরম দুঃখ মুছে দেই-
পুড়িয়ে ফেলি আমিও যাই পুড়ে এই কৃষ্ণপক্ষে  ।
______________________________________________
'মিনহাজ মিজান'
০৮/০৪/২০১৫ ইং